চট্টগ্রাম রিজিওনাল কমিটি (সিআরসি)-আইসিএবি গত ১৯ জানুয়ারি ২০১৯ তারিখে হোটেল আগ্রাবাদ, চট্টগ্রাম-এ দিনব্যাপী ‘ইমপ্লিমেন্টশন অব নিউ অডিটর’স রিপোর্ট চ্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড’ বিষয়ক ইন্টিগ্রেটেড টেকনিক্যাল ওয়ার্কশপ-এর আয়োজন করে।
এতে আইসিএবি কাউন্সিল মেম্বার মো. মাহমুদ হোসেন এফসিএ সঞ্চালকের ভূমিকা পালন করেন।