পেশাদার হিসাব বিদদের প্রতিষ্ঠান দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) -এর ১৭তম কাউন্সিল নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। একইদিনে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৬টি ন্যাশনাল কাউন্সিল সদস্য পদের জন্য ৩২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল।
গত ৪ ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে অনলাইনে ভোট নেওয়া শুরু হয়, যা চলে ৬ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। আর ৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর নীলক্ষেতে অবস্থিত আইসিএমএবির প্রধান কার্যালয়ে সরাসরি ভোট নেয়া হয়।
নির্বাচন শেষে শুক্রবার রাতে ফলাফল ঘোষনা করা হয়। কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুসারে ১৬জন সদস্য নির্বাচিত হয়েছেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ