ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ -আইসিএসবি’র ৭ম ন্যাশনাল কনভেনশন শুরু হয়েছে আজ শনিবার। রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আজ সকাল সাড়ে ৯টায় এ অনুষ্ঠান শুরু হয়েছে।
দুইটি টেকনিক্যাল সেশনে ভাগ হয়ে দুই পর্যায়ে এই কনভেনশনটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি চলবে দুপুর ১টা ৩০মিনিট পর্যন্ত। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যবিষয়ক নিউজ পোর্টাল আজকের বাজার।
প্রথম পর্বের টেকনিক্যাল সেশনের মূল প্রতিপাদ্য বিষয় হলো, “এমপাওয়ারিং দ্যা চার্টাড সেক্রেটারিজ প্রফেশন থ্রো লেজিসলেশন”। এ বিষয়ের ওপর মুল প্রবন্ধ উপস্থাপনা করবেন আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ, এফসিএস এবং মুল প্রবন্ধের উপর আলোচলায় অংশ নেবেন আইসিএসবি’র কাউন্সিল সদস্য মোহাম্মদ আজিজুর রহমান, এফসিএস ও সাবেক কাউন্সিল সদস্য হুসাইন সাদাত, এফসিএস। এই সেশনের সভাপতিত্ব করবেন সাবেক বানিজ্য সচিব সুহেল আহমেদ চৌধুরী।
কনভেনশন অনুষ্ঠানের দ্বিতীয় সেশনের মূল প্রতিপাদ্য বিষয় হলো “এমপাওয়ারমেন্ট অব চার্টাড সেক্রেটারিজ টু এনশিওর গুড গর্ভনেন্স”। এ বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপনা করবেন আইসিএসবি’র কাউন্সিল মেম্বার মোহাম্মদ শহীদ ফারুকী, এফসিএস। সভাপতিত্ব করবেন ফাইন্যন্সশিয়াল রির্পোটিং কাউন্সিলের চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ এবং মুল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেবেন ইনস্টিটিউট এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এন.জি চক্রবর্তী, এফসিএস ও বর্তমান কাউন্সিল সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, এফসিএস।
বেলা ৩টায় শুরু হবে ৭ম কনভোকেশন-২০১৮। চলবে বিকাল ৫.৩০ টা পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সিকিউকে মোস্তাক আহমেদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন আইসিএসবি‘র প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ, এফসিএস।
বিস্তারিত আসছে…