আইসিটিতে সচিব জুয়েনা, পরিকল্পনা কমিশনে সুবীর

পরিকল্পনা কমিশনের সদস্য জুয়েনা আজিজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব করেছে সরকার।

রোববার  (৮জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়  আইসিটি বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসা সুবীর কিশোর চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করে এ আদেশ জারি করেছে ।

বিসিএস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সুবীর কিশোর ২০১৭ সালের ১৩ অগস্ট থেকে আইসিটি বিভাগের সচিবের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (এপিডি) দায়িত্বে ছিলেন।

আর ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জুয়েনা আজিজ ২০১৭ সালের ২ জানুয়ারি থেকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিকল্পনা কমিশনের সদস্য পদটি সচিব পদমর্যাদার।

এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং ওই মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেন।

এসএম/