নিরাপদ সড়ক আন্দোলনকে উস্কে দিতে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ইডেন কলেজের ছাত্রী লুতফন্নাহার লুমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) তাকে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদনের জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন আদালতে প্রেরণ করে রমনা থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লুতফন্নাহার লুমার পক্ষে আইনজীবী জায়েদুর রহমান জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করেন।
উল্লেখ্, গতকাল বুধবার (১৫ আগস্ট) রাতে সিরাজগঞ্জ থেকে লুমাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশ তার কাছ থেকে মোবাইল সহ ফেসবুক আই ডি ও গ্রুপ সমুহ জব্দ করে।
লুতফন্নাহার লুমা কোটা সংস্কার আন্দোলনের একজন অন্যতম নেত্রী এবং অনলাইন এক্টিভিস্ট।
আজকের বাজার/এমএইচ