নিরাপদ সড়কের আন্দোলনে উসকানি দিতে ফেসবুক গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ইডেন কলেজ ছাত্রী লুতফন্নাহার লুমার ৫ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) তাকে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদনের জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন আদালতে প্রেরণ করে রমনা থানা পুলিশ।
গতকাল বুধবার (১৫ আগস্ট) রাতে সিরাজগঞ্জ থেকে লুমাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশ তার কাছ থেকে মোবাইল সহ ফেসবুক আই ডি ও গ্রুপ সমুহ জব্দ করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, লুমা ফেসবুক পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে চলমান স্বাভাবিক আন্দোলন কে সহিংস করতে ভুমিকা রাখে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এর আসল উদ্দেশ্য ও রহস্য জানা যাবে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, লুতফন্নাহার লুমা কোটা সংস্কার আন্দোলনের একজন অন্যতম নেত্রী এবং অনলাইন এক্টিভিস্ট। অনলাইনে গুজুব কারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান।
আজকের বাজার/এমএইচ