‘আইসিটি লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত পলক

ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের ‘আইসিটি লিডার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি শিল্পে ক্রমাগত উদ্ভাবন, তরুণ নেতা, পরিবর্তনের চালিকাশক্তি ও আইসিটি অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

আইসিটি বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

গত বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীকে যুব বিশ্ব নেতা বা ‘ইয়াং গ্লোবাল লিডার, ২০১৬’ হিসেবে মনোনীত করে।

সংস্থাটি পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য বিশ্ব যুব নেতাদের নামের একটি তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল।

আজকের বাজার : এমএম / ২৯ অক্টোবর ২০১৭