পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামীকাল সোমবার বন্ধ থাকবে। এর মাধ্যমে ফান্ডটির অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামীকাল ২০ মার্চ ফান্ডটির মেয়াদ ১০ বছর পূর্ণ হবে। ফান্ডটির ট্রাস্টি আইসিবি অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানির আবেদনের প্রেক্ষিতে গত ১৫ মার্চ বিএসইসি ফান্ডটিকে অবলুপ্ত করার সিদ্ধান্ত দিয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিয়ে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা ২০০১ অনুযায়ী ফান্ডটি অবলুপ্ত করা হলো।
উল্লেখ্য, ফান্ডটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই ফান্ডের পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। বাজারে ফান্ডটির মোট ১ কোটি ইউনিট রয়েছে।