মাত্র ১২ ঘন্টায় গতকাল আহমেদাবাদে শেষ হয় ভারত-ইংল্যান্ডের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি। স্পিনারদের দাপট ছিলো চোখে পড়ার মত। তবে শেষ হাসি ছিলো ভারতের। স্বাগতিক দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবীচন্দ্রন অশ্বিনের ঘুর্ণির সামনে অসহায় আত্মসমর্পন করে ১০ উইকেটে ম্যাচ হারে ইংল্যান্ড।
তবে দু’দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আহমেদাবাদের উইকেট নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে। তাই আহমেদাবাদের উইকেট খতিয়ে দেখতে বললেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
ম্যাচ শেষে রুট বলেন, ‘আমি ৫ উইকেট নিয়েছি। এতেই বোঝা যাচ্ছে, উইকেট কেমন ছিল!’
তিনি আরও বলেন, ‘দারুন সব খেলোয়াড় থাকার পরও তারা অংশ নিতে পারছে না। ইশান্তের শততম টেস্ট, কিন্ত সে খুব বেশি বল করতে পারেনি। জসপ্রিত বুমরাহ, জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চাররা বিশ্বের সেরা বোলার। কিন্তু আমরা তাদের খেলা দেখার সুযোগ পেলাম না। সব সময় ঘরের সুবিধা হতে পারে, এটি লজ্জার বিষয়। এই বিষয়ে আইসিসির হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। এই উইকেট নিয়ে আইসিসির চিন্তা-ভাবনা করা উচিত।’
টেস্ট ম্যাচের আমেজ দু’দিনে শেষ হলে, সেটি আর টেস্ট ম্যাচ থাকে না বলে জানান রুট। পেস, স্পিন, ব্যাটসম্যানরা একত্রে সুবিধা পাবে এমন উইকেট চান রুট। তিনি বলেন, ‘ঘরের মাঠের সুবিধা থাকতে হবে, এটিই স্বাভাবিক। কারণ এটি টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের অংশ। কিন্তু যদি দু’দিনে টেস্ট শেষ হয়, তবে সেটি ভালো দিক নয়। আপনাকে বিশ্বের দারুণ সব জায়গায় খেলতে হবে এবং ভিন্ন উপায় খুঁজে আপনার খেলার উন্নতি করা শিখতে হবে। আপনি যদি ধারাবাহিকভাবে ভালো করতে চান তাহলে এমন উইকেটে খেলার উপায় বের করতে হবে, যেখানে টেস্ট ম্যাচ পাঁচ দিনই জমজমাট থাকবে। এটি পেসারদের জন্য ভালো উইকেট নয়।’
পুরো টেস্টে ভারতের তিন স্পিনার প্যাটেল ১১টি, অশ্বিন ৭টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন। শততম টেস্ট খেলতে নামা ভারতের পেসার ইশান্ত নেন ১টি উইকেট। অপরদিকে, ইংল্যান্ডের অধিনায়ক রুট ৫টি, জ্যাক লিচ ৪টি ও আর্চার ১টি উইকেট নেন।
রুট বলেন, ‘সত্যি বলতে এই উইকেটে বল একট বড় ফ্যাক্টর ছিল। ব্যাটসম্যানরা সঠিক জায়গায় ছিল, কিন্তু খেলাটা কঠিন হয়ে পড়েছিলো। অক্ষরকে কৃতিত্ব দিতে হয়, সে উইকেট বুঝতে পেরেছিল এবং সেটা ভালেভাবে কাজে লাগিয়েছে।’