ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবেচনায় আগস্ট মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
নারীদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ইমার রিচার্ডসন। আজ পুরুষ ও নারীদের বিভাগে গেল মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষনা করে আইসিসি। গত আগস্টে সেরা হবার দৌড়ে রুটের সাথে ছিলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের শাহিন আফ্রিদি। বুমরাহ-আফ্রিদিকে টপকে সেরা হলেন রুট।
গত মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরি করেন রুট। তিন ম্যাচের পাঁচ ইনিংসে ৫০৭ রান করেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেন রুট। নারীদের ক্যাটাগরিতে রিচার্ডসনের সাথে সেরার দৌড়ে ছিলেন আয়ারল্যান্ডের গেবি লুইস এবং থাইল্যান্ডের নাটয়া বুচথাম। এ বছরের শুরু থেকে প্রত্যক মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটার বাছাই করার নিয়ম চালু করে আইসিসি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান