বিসিসিআই সভাপতি হয়ে বিশেষ কোন দিকগুলোয় নজর দেবেন, তার একটা তালিকা মোটামুটি তৈরি করে ফেরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
বোর্ড সভাপতির হিসাবে নিজের দায়িত্বকে বেশ কয়েকটা ভাগে করার পরিকল্পনা রয়েছে সৌরভের ৷ প্রথথম, আইসিসি’র কাছ থেকে ন্যায্য পাওনা বুঝে নেওয়া৷ তার জন্য প্রয়োজনে সংঘাতে যেতেও রাজি তিনি৷ দ্বিতীয়ত, গত তিন বছরের অচলাবস্থা কাটিয়ে বিসিসিআইয়ের ভাবমূর্তি ফিরিয়ে আনা৷ তৃতীয়ত, ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো ও ডোমেস্টিক ক্রিকটারদের আর্থিক দিকে নজর দেওয়া৷
এরই মাঝে নতুন মোড়কে টেস্ট ক্রিকেটকে আকর্ষনীয় করে দর্শকদের কাছে উপহার দেওয়ার কথাও মাথায় রয়েছে সৌরভের৷ টেস্ট ক্রিকেটে মাঠে দর্শক আনতে হলে দিন-রাতের নতুন ফর্ম্যাটই যে আদর্শ হতে চলেছে, সেটা বেশ কিছুদিন ধরেই বলে আসছেন সৌরভ৷ সিএবি সবাপতি হিসাবে তিনিই প্রথম ভারতের মাটিতে গোলাপি বলে দিন-রাতের ম্যাচ আয়োজন করেছিলেন৷
বোর্ড সভাপতি হওয়ার পর নিশ্চিতভাবেই দিন-রাতের টেস্টের দিকটি বিবেচনা করবেন সৌরভ৷ এতদিন ভারতীয় বোর্ড ডে-নাইট টেস্টের বিপক্ষে ছিল৷ তবে সৌরভের জমানায় কোহলিদের গোলাপি বলেটেস্ট খেলতে দেখা যেতে পারে৷
আজকের বাজার/আরিফ