প্রকাশিত হয়েছে আইসিসির টেস্ট র্যাংকিং। এতে বাংলাদেশের বোলারদের উন্নতি হলেও অবনতি হয়েছে ব্যাটসম্যানদের। দল হিসেবে বাংলাদেশ হারিয়েছে ১ রেটিং পয়েন্ট।
ব্যাটসম্যানদের তালিকার ২২তম স্থানে আছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচ ধাপ অবনতি হয়ে তামিম আছেন ২৭তম স্থানে।
তিনধাপ অবনতি হওয়ায় মুশফিক আছেন ২৮তম স্থানে। চট্টগ্রাম টেস্টে ভালো খেললেও ঢাকা টেস্টে সুবিধা করতে না পারায় অবনতি হয়ে মুমিনুল হকেরও। তিনধাপ পিছিয়ে ৩০তম স্থানে আছেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদের ছয়ধাপ অবনতি হওয়ায় তিনি আছেন ৫৪তম স্থানে। ঢাকা টেস্টে খেলা সাব্বির রহমাদের ১৭ ধাপ অবনতি হয়েছে। তিনি অবস্থান নিয়েছেন ১০৪তম স্থানে।
ব্যাটসম্যানদের অবনতি হলেও উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদের। তাইজুল, মুস্তাফিজ ও আব্দুর রাজ্জাকদের উন্নতি হয়েছে র্যাংকিংয়ে। ঢাকা টেস্টে ৫ উইকেট নেওয়া আব্দুর রাজ্জাক উঠে এসেছেন ৯৫তম স্থানে।
৮৩ রানে ৪টি ও ৭৬ রানে ৪ উইকেট নিয়ে তাইজুল ইসলামের দুইধাপ উন্নতি হয়েছে। ক্যারিয়ার সেরা ৩৪তম স্থানে অবস্থান নিয়েছেন তিনি। মুস্তাফিজুর রহমাদের দশধাপ উন্নতি হয়েছে। অবস্থান নিয়েছেন ৪৯তম স্থানে।
সদ্য প্রকাশিত এই র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। যথারীতি দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি।
বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। আর দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা।
আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮