সেন্ট কিটস ওয়ার্নার পার্কে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২-১ সিরিজ জিতে বাংলাদেশ। এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সময়ে ক্রিস গেইলের উইকেটটি নেন পেসার রুবেল হোসেন।
তবে দলের দারুণ জয়ের দিনে আইসিসির তিরস্কারের শিকারও হলেন এই ফাস্ট বোলার। তিরস্কারের পাশাপাশি রুবেলের নামের পাশে এক ডিমেরিট পয়েন্টও যোগ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
স্বাগতিকদের ইনিংসের ২৮তম ওভারে স্ট্রাইকে ছিলেন শিমরন হেটমায়ার। তিনি বাউন্ডারি হাঁকালে অশালীন আচরণ করেন রুবেল। যেটা আইসিসির আচরণ বিধির নিয়ম ভাঙ্গে। তার শাস্তির মাত্রা হয়তো আরো বেশি হতে পারত। কিন্তু ম্যাচ শেষে রুবেল অভিযোগ স্বীকার করে শুনানির প্রয়োজন পড়েনি।
জুণ মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও একই কারণে তিরস্কৃত হতে হয়েছে রুবেলকে। যার কারণে তখনো একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় তার নামের পাশে।
আজকের বাজার/এমএইচ