২৫ বছরের অপেক্ষা ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি হেরে সিরিজ ইতোমধ্যে খুইয়েছে তারা। দলের পারফরম্যান্সে হতাশ হওয়ারই কথা অধিনায়ক বিরাট কোহলির। তবে এই খারাপ সময়ে একটি সুসংবাদ পেয়েছেন তিনি। ২০১৭ সালের আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন এই ২৯ বছর বয়সী। শুধু এটাই নয়, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও ঘরে তুলেছেন এই ভারতীয়। তবে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের ট্রফিটি পকেটে পুরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
২০১৬ সালে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছিলেন কোহলিরই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। এবারও নিজেদের শিবিরেই পুরস্কারটি রেখে দিলেন ভারতীয়রা। ২০১২ সালেও কোহলি বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তবে সেরা ক্রিকেটারের পুরস্কার এই প্রথম।
২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত কোহলি টেস্টে ৭৭.৮০ গড়ে ২২০৩ রান করেছেন। আটটি সেঞ্চুরি করেছেন এই সময়ে, যার পাঁচটিই ডাবলে রূপান্তরিত করেছেন। আর ওয়ানডেতে ৭ সেঞ্চুরি ও ৮২.৬৩ গড়ে ১৮১৮ রান করেছেন। এসময় ১০ টি-টুয়েন্টিতে তার সংগ্রহ ২৯৯ রান, স্ট্রাইকরেট ১৫৩। অধিনায়ক হিসেবে দেশকে টানা ৬টি টেস্ট ও ৭টি ওয়ানডে সিরিজ জিতিয়েছেন। সাথে গড়েছেন আরও অনেক রেকর্ড। নিজের এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত কোহলি, ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতে ২০১৭ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়া, একই সাথে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়া আমার জন্য বিশাল অর্জন।’
অজি অধিনায়ক স্টিভেন স্মিথও আছেন দারুণ ফর্মে। গত চার পঞ্জিকাবর্ষের প্রতিবছরই তিনি টেস্টে একহাজারের বেশি করে রান সংগ্রহ করেছেন। আইসিসির পারফরম্যান্স বিবেচনাকালে স্মিথ ৭৮.১২ গড়ে ১৮৭৫ রান করেছেন। এই নিয়ে দ্বিতীয়বার সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জয়ী স্মিথ অভিভূত এই সম্মাননা পাওয়ায়, ‘২০১৫ সালে জেতার পর দ্বিতীয়বার এই পুরস্কার জয় আমার জন্য অনেক সম্মানের।’
তরুণদের মধ্যে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের ট্রফি জিতেছেন পাকিস্তানের পেসার হাসান আলি। দেশের হয়ে দ্রুততম সময়ে ওয়ানডেতে ৫০ উইকেট (২৪ ম্যাচে) পেয়েছেন। এই ২৩ বছর বয়সী গতবছর ভারতকে হারিয়ে দলকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সহায়তা করেছেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও ছিলেন। অভিষেকের ৪২৬ দিনের মাথায় ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন এই ডানহাতি। তার চেয়ে দ্রুততম সময়ে মাত্র দুজনেরই আছে এই কীর্তি। হাসানের কাছে এই পুরস্কার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, ‘এই সম্মাননা শুধু আমায় সামনে ভাল করার অনুপ্রেরনাই যোগাবে না, সামনের প্রজন্মের ক্রিকেটারদের জন্য উদাহরণ সৃষ্টি করবে যে পরিশ্রম ও ভাল কাজ কখনোই দৃষ্টির আড়ালে থাকে না।’
এছাড়া আফগানিস্তানের সেনসেশনাল যুবা স্পিনার রশিদ খান জিতেছেন সহযোগী দেশগুলোর সেরা ক্রিকেটারের পুরস্কার। ভারতীয় ডানহাতি স্পিনার যুজবেন্দ্র চাহালের ইংল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ৬ উইকেটকে বছরের সেরা টি-টুয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার দেয়া হয়েছে।
আইসিসির আম্পায়ারদের বর্ষসেরার পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমুস। আইসিসি ক্রিকেট স্পিরিটের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী দলের ক্রিকেটার আনিয়া শ্রুবসোল। আর ভক্তদের ভোটে বছরের সেরা ক্রিকেটিয় মুহূর্ত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়।
নারী ক্রিকেটারদের পুরস্কার আইসিসি ঘোষণা করেছে ডিসেম্বর মাসে। সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি।
আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮