আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের কে কোথায়

ডিসেম্বরের ১১ তারিখে সর্বশেষ র‌্যাংকিং করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় বাংলাদেশ জাতীয় দলের কোন ক্রিকেটার কোথায় আছেন তা অর্থসূচকের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে সাকিব আল হাসান। সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৫। আর সাকিবকে টপকে শীর্ষে উঠে যাওয়া মোহাম্মদ হাফিজের রেটিং পয়েন্ট ৩৫২। সাকিব ছাড়া ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে প্রথম ২০ জনের মধ্যে আর কেউ নেই।

ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের ১৬তম অবস্থানে আছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তার রেটিং পয়েন্ট ৬৭৭। আর ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৯তম অবস্থানে আছেন মুশফিকুর রহিম। এই তালিকার শীর্ষে আছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তার রেটিং পয়েন্ট ৮৭৭।

ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে প্রথম ২০ জনের মধ্যে ২০তম বোলার হচ্ছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৫৭৮। সাকিব ছাড়া আর কোনো বাংলাদেশি বোলার প্রথম ২০ জনে নেই। তবে তালিকার শীর্ষে আছেন পাকিস্তানি বোলার হাসান আলী। তার রেটিং পয়েন্ট ৭৫৯।

তবে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৪৩৭। সাকিব ছাড়া এই তালিকায় আর কোনো বাংলাদেশি ঢুকতে পারেননি। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে প্রথম ২০ জনের মধ্যে শেষ দুই জন বাংলাদেশি। এ তালিকায় ২০তম সাকিব এবং ১৯তম তামিম। আর ৯৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন স্টিভেন স্মিথ এবং ৮৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ইংলিশ বোলার জেমস এন্ডারসন শীর্ষে আছেন। তার রেটিং পয়েন্ট ৮৯৪। এই তালিকায় ১৭তম অবস্থানে আছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৬৬৮। আর কোনো বাংলাদেশি বোলার এই তালিকার প্রথম ২০ জনে নেই।

টি-টুয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছন সাকিবই। এই তালিকায় তার রেটিং পয়েন্ট ৩৫৩। আর ১৯৯ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছেন মাহমুদউল্লাহ।

টি-টুয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার রেটিং পয়েন্ট ৮২৪। এই তালিকার ১৬তম অবস্থানে আছেন সাব্বির রহমান। তার রেটিং পয়েন্ট ৬০৫। বাংলাদেশি আর কোনো ব্যাটসম্যান এই তালিকায় নেই।

টি-টুয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে দুই বাংলাদেশি জায়গা পেয়েছেন। ৬৬৭ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান। আর ৬৬১ রেটিং পয়েন্ট নিয়ে নবম সাকিব। তালিকার শীর্ষে আছেন ভারতীয় বোলার জসপ্রিত বুমরা। তার রেটিং পয়েন্ট ৭২৪।
আজকের বাজারধ সালি / ১৯ ডিসেম্বর ২০১৭