অবশেষে আইসিসি-র সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিসি-র সদস্যপদ ফিরে পেল নেপালও।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে জুলাই মাসে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করে আইসিসি। দেশের ক্রিকেট বোর্ডের ওপর সে দেশের সরকার হস্তক্ষেপ করায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
সোমবার দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সে দেশের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই জিম্বাবুয়ে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। আইসিসি-র শর্তগুলি মেনে নেওয়ায় এবং জিম্বাবুয়ে ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি মিলতেই এই পদক্ষেপ আইসিসি-র। এমনকী জিম্বাবুয়ে ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসি যে সচেষ্ট থাকবে সে বিষয়েও নিশ্চয়তা মিলেছে।
অন্যদিকে আইসিসি-র নিয়ম লঙ্ঘণের জন্য ২০১৬ সালে সাময়িকভাবে নেপালকেও বরখাস্ত করে আইসিসি। তবে নেপাল ১৭ সদস্যের বোর্ড গঠন করে আইসিসি-র অনুমোদন নেয়। আর তার পরেই নেপালেরও সদস্যপদ ফিরিয়ে দেয় আইসিসি।
আজকের বাজার/লুৎফর রহমান