আইসিসির সঙ্গে ফের দ্বন্দ্বে ভারতীয় ক্রিকেট বোর্ড

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং  ভারতীয় ক্রিকেট বোর্ড এর দ্বন্দ্ব যেন কাটছেই না। আবারো  দ্বন্দ্বে জড়ালো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে যাচ্ছে ভারতে। এবারের আসরটি টি-২০ ফরম্যাটে আয়োজনের প্রস্তাব দিয়েছে আইসিসি। আর এ বিষয়টি নিয়েই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সঙ্গে দ্বন্দ্বে জাড়িয়ে পড়েছে বিসিসিআই।

আইসিসির এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করে ভারতীয় ক্রিকেট বোর্ডে দাবি ওয়ানডে ফরম্যাটেই আয়োজন করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

ভারতীয় ক্রিকেট সংগঠক এবং আইসিসির সাবেক প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চিন্তা থেকেই এই ‘মিনি বিশ্বকাপ’ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হয়ে আসছে। ডালমিয়ার সম্মানে আসরের ফাইনালটি কলকাতায় আয়োজন করতে চায় বিসিসিআই।

এদিকে কর নিয়েও আছে সমস্যা। ভারত যদি কর ছাড় না দেয় তাহলে টুর্নামেন্ট অন্য কোন দেশে সরিয়েও নিতে পারে আইসিসি।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আজকের বাজার/আরজেড