ফুটবল থেকে এবার আইস হকিতে নাম লেখালেন চেলসি ও আর্সেনালের সাবেক গোলরক্ষক পিটার চেচ। বৃটিশ লিগে গিলফোর্ড ফিনিক্সের সাথে চুক্তি করেছেন চেচ।
৩৭ বছর বয়সী চেক রিপাবলিকের এই গোলরক্ষক গত গ্রীষ্মে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ছোটবেলার অনেক প্রিয় একটি খেলা আইস হকিতে আবারো ফিরে আসার আগ্রহ থেকেই তিনি গিলফোর্ডের সাথে চুক্তি করেছেন বলে জানিয়েছেন। এ সম্পর্কে ক্লাবের ওয়েবসাইটে চেচ বলেছেন, ‘ম্যাচ অভিজ্ঞতা অর্জনের জন্য ফিনিক্স আমাকে যে সুযোগ করে দিয়েছে তাতে আমি দারুণ খুশী। মৌসুমে তাদের লক্ষ্য পূরণে নতুন এই দলটিকে সহযোগিতা করার আশা করছি। খেলার সুযোগ পেলে দলের জয়ে ভূমিকা রাখতে চাই। ২০ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষে এমন একটি খেলার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি যে খেলাটি ছোটবেলায় আমার খুব প্রিয় ছিল।’
২০১৭ সালে প্রতিষ্ঠিত গিলফোর্ড ক্লাবটি বৃটেনের আইস হকি লিগের চতুর্থ টায়ারের একটি দল।
চেলসির হয়ে চেচ চারটি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ, তিনটি লিগ কাপ ও একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের শিরোপা জিতেছেন। এছাড়া আর্সেনালের হয়ে এফএ কাপ জয়ের কৃতিত্বও তার রয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান