বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকাস্থ আমেরিকান (ইউএস) অ্যাম্বাসি। বৃহস্পতিবার আমেরিকান অ্যাম্বাসির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এক টুইটে এ শোক প্রকাশ করা হয়।
টুইটে বলা হয়, কিংবদন্তি বাংলাদেশি পপ শিল্পী আইয়ুব বাচ্চুর হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন রক সংগীতশিল্পী এবং দেশের কিংবদন্তি গিটাররিস্টের একজন। তিনি রক ব্যান্ড এলআরবি’র প্রতিষ্ঠাতা সদস্য।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আজকের বাজার/এমএইচ