আইয়ুব বাচ্চু দেশের মানুষের কাছে জনপ্রিয় ব্যান্ড শিল্পী হিসেবেই পরিচিত। তবে এবার উপস্থাপক আইয়ুব বাচ্চুকে দেখবেন তার ভক্তরা। ‘লাভেলো আর জেনারেশন’ শিরোনামের একটি অনুষ্ঠানউপস্থাপনার মধ্য দিয়ে নতুনভাবে পরিচিত হতে যাচ্ছেন এই ব্যন্ড তারকা।
মেধাবী তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের বিশ্বের সঙ্গীতপ্রেমীদের সামনে তুলে ধরার লক্ষ্যে শুরু হচ্ছে নতুন একটি অনুষ্ঠান। ‘লাভেলো আর জেনারেশন’ শিরোনামের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন লিজেন্ড ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু।
ব্যান্ড মিউজিক্যাল শো ‘লাভেলো আর জেনারেশন’ প্রচার করা হবে আরটিভিতে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত ১০ টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহ্ আমীর খসরু।
আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮