আওয়ামীলীগ উন্নয়ন করে বিএনপি ধ্বংস করে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের দূর্ণীতিগ্রস্থতা দুই ধাপ কমেছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন করে বিএনপি সেগুলো ধ্বংস করে।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দানে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বিদেশ থেকে এতিমখানার নাম করে কোটি কোটি টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করেছেন। ক্ষমতাকালীন সময়ে তারা লুটপাট চালিয়েছে। আওয়ামীলীগের উন্নয়ন কার্যে বাধা দিতে তারা শত শত মানুষ পড়িয়েছে।

বিএনপি বিদ্যুতের খুঁটি দিয়েছে ঠিকই বিদ্যুত দেয়নি এমন অভিযোগ করে তিনি বলেন, বিএনপি দেশকে অন্ধকারে ডুবিয়েছে।অন্যদিকে
আওয়ামীলীগ সরকারই বিদ্যুত উৎপাদন করে ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিয়েছে বলেও দাবি করেন তিনি। ।

আগামি সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের পাশে থাকতে আহবান জানিয়ে রাজশাহী বাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা নূহ নবীর নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে আবারো আওয়ামীলীগকে নির্বাচিত করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে আজ সকালে রাজশাহী পৌছান। সফরকালে তিনি নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ষষ্ঠ ইঞ্জিনিয়ারিং কোরের পুনর্মিলনীতে যোগদান করেন। তাছাড়া ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

আজকের বাজার : এমআর/আরএম/ ২২ ফেব্রুয়ারি ২০১৮