আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে অভ্যর্থনা উপ-কমিটির এক সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে অভ্যর্থনা উপ-কমিটির এক সভা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে নতুন ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সভায় অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ডা. দীপু মণি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ