আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, এই কাউন্সিলে কোন দিক-নির্দেশনা নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, কাউন্সিলের মাধ্যমে গণতন্ত্রহীনতা থেকে গণতন্ত্রে উত্তরণের কোন পথ দেখাতে পারেনি আওয়ামী লীগ। জাতির প্রত্যাশা ছিল হয়তো গণতন্ত্রে উত্তরণের একটি পথ দেখা যাবে। বরং ওখানে ব্যক্তির বন্দনা আর গুণকীর্তনই শুধু করা হয়েছে।
তিনি বলেন, বিএনপিকে কোন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করতে বাধা-বিঘ্নের সৃষ্টি করা হচ্ছে।সূত্র ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান