আওয়ামী লীগের চেয়েও যুবলীগ এগিয়ে: কাদের

যুবলীগের প্রশংসা করে আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের চেয়েও যুবলীগ অনেক এগিয়ে।

নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণা যুবলীগের চেয়ারম্যান শুরু করেছেন নির্বাচন পর্যন্ত এই প্রচার প্রচারণা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন কাদের।

রোববার (২০ মে) দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আওয়ামী যুবলীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি কখনো নিরপেক্ষ নির্বাচন কমিশন চায় না, তারা চায় জাতীয়তাবাদী নির্বাচন কমিশন এবং নির্বাচনে বিজয়ের গ্যারান্টি।

কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের মহানায়ককে একটি দলের ভাইস চেয়ারম্যান স্বাধীনতার শত্রু বলে। শেখ মুজিব স্বাধীনতা চাইনি-এমন কথা যে উচ্চারণ করেন তাদের সঙ্গে কাজের বোঝাবুঝির কোনো সুযোগ নেই।’

আরজেড/