নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়। নিহতের নাম-মো. ইসমাইল (৫৫)।
রোববার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে কোন্দল ছিল। রোববার রাতে দুগ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে যুবলীগকর্মী রবিনের নেতৃত্বে ৩০-৪০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ ইসমাইলের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ঢুকে নারী-পুরুষদের পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীদের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসমাইলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যুবলীগকর্মী রবিনসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
রাসেল/