‘আওয়ামী লীগের নীতি হচ্ছে জনগণের সেবা করা’

জনগণের সেবা ও ভাগ্য পরিবর্তন করায় আওয়ামী লীগের নীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জুন) দুপুরে গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বিলাসবহুল জীবন যাপনের জন্য না। আওয়ামী লীগের নীতি আদর্শ হচ্ছে জনগণের সেবা করা, জনগণের ভাগ্য পরিবর্তন করা। আসছে নির্বাচনে সকলকে এক হয়ে কাজ করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘একটা জিনিস আমি লক্ষ্য করছি সেটা হলো কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে প্রার্থী হয় গেছেন। প্রার্থী হয়ে তারা বক্তব্য দিচ্ছে, কিন্তু বিএনপি যে লুটপাট সন্ত্রাস করে সেটা তারা বলে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি, জামাত, যুদ্ধাপরাধীরা যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশকে তারা ধ্বংস করবে। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যে উন্নয়নগুলো আমরা করেছি, সেগুলো লুটপাট করে খেয়ে ফেলবে। কাজেই সেদিকে লক্ষ্য রেখে সবাইকে কাজ করতে হবে।’

আরজেড/