আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ কমপ্লেক্স চত্ত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা প্রমূখ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ দুই শতাধিক দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ ছাড়া এদিন কোটালীপাড়ায়ও কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান