আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘বজ্রপাত ও করণীয়’ শীর্ষক ওয়েবিনার আগামীকাল বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল https://www.youtube.com/user/myalbd.- এ।
এতে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশলও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর এবং স্বাগত বক্তব্য রাখবেন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি মো. আবদুস সবুর। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান