আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বর্ধিত সভা শুরু হয়েছে।
শনিবার(২৩ জুন)বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, উপদেষ্টা পরিষদ সদস্য, জেলা, উপজেলা, পৌরসভা ও থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলের সংসদ সদস্যরা, দল সমর্থিত জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরাসহ বিভিন্ন পর্যায়ের চার হাজারের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।
একাদশ সংসদ নির্বাচনের ছয়মাস আগে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় দলের তৃর্নমূলকে দিকনির্দেশনা দেবেন দলের প্রধান শেখ হাসিনা।
আরজেড/