রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নব নির্মিত দলীয় কার্যালয়ে আগামীকাল বিকেল পাঁচটায় আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ জুলাই) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
আরজেড/