আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকারের উন্নয়ন মুলক কর্মকাণ্ড তুলে ধরার লক্ষে আগামীকাল বৃহস্পতিবার পটুয়াখালী ও বরগুনায় লঞ্চযাত্রা করা কথা থাকলেও সেটা আপাতত স্থগিত করা হয়েছে। লঞ্চযাত্রার পরবর্তী তারিখ ২৬ ও ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে লঞ্চযাত্রা স্থগিতের তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে নির্বাচনী প্রচারের অংশ ও সরকারের গত ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড সেই সাথে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যকালাপ সম্পর্কে দেশবাসিবক জানানোর লক্ষ্যে ট্রেনযাত্রার আয়োজন করা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর লঞ্চযোগে বরিশালের উদ্দেশে নির্বাচনী সফর করার কথা ছিল আওয়ামী লীগের। কিন্তু বুধবার সকালে হঠাৎই লঞ্চযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়।
আজকের বাজার/এমএইচ