কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। এখানে অনু প্রবেশকারীদের কোন স্থান হবে না।
আজ ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তি দেশের সাধারণ মানুষ। তৃণমুলের নেতা-কর্মীরা
দলের প্রাণ। দুর্যোগের সময়েও তারা শক্ত হাতে দলের হাল ধরেছে। সুতরাং যারা নৌকা নিয়ে নির্বাচিত হয়েও নৌকার বিরোধিতা করেছেন তাদের কোন ক্ষমা নেই।
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে, দলীয় ও জাতীয় পতাকা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান