আওয়ামী লীগ কোন সভ্য সরকার নয়: মঈন

বর্তমান সরকার কোন সভ্য সরকার নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (১৭ মে) রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে এই অবৈধ সরকারকে উৎখাত করবো। আমরা তাদেরকে দেখিয়ে দিবো জনগণ ঐক্যবদ্ধ থাকলে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা যায়।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের জন্য উন্নয়ন ও উন্নয়নের জন্য গণতন্ত্র দরকার। বর্তমান ইসির কাঠামো দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরজেড/