মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মঙ্গলবার সকালে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা গুলো বলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল পাগলা বাজার হাট এলাকায় ১২শ মিটার চেইনেজে ২৫ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ১১ হাজার ২৫৭ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। অপরদিকে, প্রায় ৮৭ লাখ টাকা ব্যয় সাপেক্ষে মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়। ওই দুটি উন্নয়ন মূলক কাজের ভিত্তি স্থাপন উপলক্ষে পানিয়াল পাগলা বাজার এলাকায় মঙ্গলবার সকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আলাউদ্দিন হোসেন, পাঁচবিবি উপজেলা প্রকৌশলী ওয়ালীউল্লাহ শেখ, কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, আওলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এশরামুল হক তাওহিদ প্রমূখ। আগামী জুন মাসের মধ্যে প্রকল্প দুটির কাজ সমাপ্ত হবে বলে জানা গেছে।