আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক ও কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর সুস্থতা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের মা সদ্য প্রয়াত কাজী নূরজাহান বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে সর্বস্তরের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ জন-প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে বোরো মৌসুমে কাস্তে হাতে ধান কেটে ঝাড়াই-মাড়াই করে কৃষকের গোলায় তুলে দিয়েছে।
এছাড়া তারা বন্যায় প্লাবিত এলাকায় ত্রাণ-চিকিৎসা সামগ্রী, সার ও বীজ প্রত্যন্ত অঞ্চলে কৃষকের কাছে পৌঁছে দিয়েছে। বৃক্ষরোপণ, স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান করেছে, ফলে অসংখ্য নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।
সমীর চন্দ এ সময় বাহাউদ্দিন নাছিমের মা কাজী নূরজাহান বেগমের রুহের মাগফেরাত কামনা করেন এবং করোনাসহ অন্যান্য রোগে আক্রান্ত সবার রোগমুক্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন-কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আকবর আলী চৌধুরী, হোসনে আরা বেগম, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, অ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, একেএম আজম খানসহ অনেকে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান