বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন,গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক চুল্ও ছাড় দেয়া হবেনা। আওয়ামী লীগ নেতারা মিথ্যাচারের ডাইনোসরে পরিণত হয়েছেন। তাই তারাই প্রাণিজগৎ থেকে বিলুপ্ত হয়ে যাবেন।
শনিবার ৬ জানুয়ারি সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিনা ভোটের এই সরকারের বিদায়ের দিন গণনা শুরু হয়ে গেছে মন্তব্য করে রুহুল কবীর রিজভী বলেন, ২০১৮ সাল হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার বছর। কলঙ্ক মোচনের বছর।বলপ্রয়োগ করে জনগণের অগ্রযাত্রায় আওয়ামী লীগ আর বাধা দিতে পারবে না।’
আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮