প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাট জেলার শ্মরনখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। আজ এক শোক শেখ হাসিনা বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কামাল উদ্দিন আজ সকালে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতা প্রয়াত মনিরুজ্জামান বাদলের ভাই। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল বিএনপি সরকারের আমলে (১৯৯১-১৯৯৬) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান