আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের সঙ্গে সরকারের কোনো যোগসাজশ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আদালত নির্বাচন স্থগিত করছেন, তাই এ বিষয়ে কিছু বলতে পারি না। আপনারা (সাংবাদিক) সব কিছুতে সরকারের যোগসাজশ খুঁজে বের করেন কেন? আমরা তো আমাদের কাউন্সিলর প্রার্থীও চূড়ান্ত করেছি। যা অন্য কোনও দল করতে পারে নাই। যোগসাজশ কথাটি ভালো না। আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না।

বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছেন আদালত।

সকালে পৃথক দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তীতে ডিএনসিসি উপ-নির্বাচনে প্রার্থীর কোনো পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রার্থী আমরা দিয়েছি। যেহেতু নির্বাচন একটা তাই প্রার্থী পরিবর্তন হবে কিনা তা সময়ই বলে দিবে।

তিন মাস পর জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার।

সংবাদ সম্মেলনে ডিএনসিসি ও ডিএসসিসির বর্ধিত ৩৬টি ওয়ার্ডের নির্বাচনের কাউন্সিলরদের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টে এ উপ-নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের এ সিদ্ধান্ত যতক্ষণ বহাল থাকবে ততক্ষণ কাউন্সিলরের তালিকা প্রকাশ করা হাইকোর্টের আদেশ অমান্য করা হবে। তাই আমরা কাউন্সিলরদের নাম এ মুহূর্তে ঘোষণা করতে পারছি না। যতক্ষণ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল আছে ততক্ষণ আমাদের এ সিদ্ধান্ত মেনে নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, নগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮