জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছে। তিনি আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। জেলা প্রশাসক মো. জাকির হোসেন বিশেষ উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বিগত সরকার গুলোর চেয়ে অনেক বেশি উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করেছে। দেশের মানুষ এখন আওয়ামী লীগকে ভাল বেসে ভোট দেয়।
আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই সকল প্রকার নির্মাণ বা উন্নয়ন মূলক কাজ শেষ করার তাগিদ দেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ সমন্বয় সভায় পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান, সদর ইউএনও মিল্টন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: কে এম জোবায়ের গালীব, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক ও জনপদ বিভাগ, এলজিইডি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান