আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে যুগ্ম-সাধারণ ও সাংগঠনিক সম্পাদকদের সভা আগামীকাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের এক সভা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও বেলা ১১ টায় আওয়ামী লীগের সাথে রাজশাহী জেলা আওয়ামী লীগের এক সভা বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভায় উপস্থিত থাকবেন।তথ্য:বাসস

আজকের বাজার/আখনূর রহমান