আকবরের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

অধিনায়ক আকবর আলীর ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্র্ধ্ব-১৯ ক্রিকেট দল।

নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে ১৪৬ রানের বড় ব্যবধানে ক্যান্টাবুরি আমন্ত্রণ একাদশকে হারিয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রস্তুতি ম্যাচের পর দারুন জয়ে ওয়ানডে সিরিজও শুরু করলো বাংলাদেশের যুবারা। অধিনায়ক আকবর আলির অনবদ্য ৬৫ রানে আজ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেলো বাংলাদেশের যুবারা।

লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু বাংলাদেশী দুর্দান্ত বোলিং-এ বড় স্কোর দাঁড় করাতে পারেনি কিউইরা। ৪৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় ম্বাগতিকদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন উইকেটকিপার বেন পোমারে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ওলি হোয়াইট।
বাংলাদেশের পক্ষে বল হাতে শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী তিনটি করে উইকেট শিকার করেন। দু’টি উইকেট নেন শামিম হোসেন।

জবাবে ১৭৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪১ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। চতুর্থ ওভারে দলীয় ১১ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে উইকেট ছাড়েন ইমন। ১০ বলে ২ রান করেন তিনি।

প্রস্তুতি ম্যাচে ১৩টি চার ও ২টি ছক্কায় ৭৩ বলে ১০২ রান করা তানজিদ আজ প্রথম ওয়ানডেতে ২৪ বলে ২৮ রান করেন। নিজের ইনিংসে ৫টি চার মারেন তানজিদ। এরপর তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয় ৪০ রানের জুটি গড়েন। কিন্তু দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। জয় ২৮ ও হৃদয় ২৬ রান করেন। ফলে ৯৯ রানেই ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।

এ অবস্থায় শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলি ও শাহাদাত হোসেন। এই দু’জনের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে ৬৮ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১১টি চারে ৬১ বলে অপরাজিত ৬৫ রান করেন আকবর। শাহাদাত অপরাজিত ২৪ রান করেন।

ক্রাইস্টচার্চেই আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

আজকের বাজার/লুৎফর রহমান