রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে সিরিয়া সফর করেছেন। যখন ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে মারাত্মক রকমের উত্তেজনা বিরাজ করছে তখন গতকাল তিনি এ সফর করেন।
সিরিয়া সফরে পৌঁছে পুতিন রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন এবং রাজধানীর শান্তিপূর্ণ জীবনযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
দামেস্কের রুশ বাহিনীর কমান্ড সেন্টারে দু’নেতা বৈঠক করেন। পুতিনকে বহনকারী বিমানটি রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাশিয়া টুডে বলেছে, বৈঠকে দুই নেতা সামরিক কর্মকর্তাদের কাছ থেকে সিরিয়ার বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জানার চেষ্টা করেন। রুশ প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বলেন যে, সাদা চোখেই দেখা যাচ্ছে রাজধানী দামেস্কে শান্তিপূর্ণ জীবন যাপন চলছে।
আজকের বাজার/লুৎফর রহমান