আকস্মিক নির্বাচন কমিশনে (ইসি) এসেছিলেন মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। নির্বাচন ভবনে মঙ্গলবার দুপুরে সীমানা নির্ধারণের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন তিনি। জানা গেছে, মমতাজ দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত রফিকুল ইসলামের সঙ্গে কথা বলেন। সম্প্রতি ইসি সীমানা পুনর্র্নিধারণের কাজে হাত দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর এই কমিশনারের সঙ্গে দেখা করলেন তিনি।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন অর্ধশতাধিক আসনে কমবেশি পরিবর্তন আনতে চায়। এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশও পায়।
ইসির খসড়া তালিকায় যেসব আসনে পরিবর্তনের কথা প্রকাশ হয়েছে, তার মধ্যে মমতাজের নির্বাচনী আসনের (মানিকগঞ্জ-২) নামও রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্র্নিধারণের কাজে হাত দেয়ার খবর প্রকাশের পর বিভিন্ন মহল থেকে ইসির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজকের বাজার: সালি / ২৩ জানুয়ারি ২০১৮