আচমকাই শাহরুখ খানের অফিসে হাজির হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কিং খানের অফিসে শ্রীলঙ্কান বিউটিকে দেখার সঙ্গে সঙ্গেই তাকে ক্যামেরাবন্দি করেন পাপারাজিরা। সেই সঙ্গে সালমানের ‘রেস থ্রি’-র নায়িকাকে করা হয় একাধিক প্রশ্ন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যাকলিন কি বলেন জানেন?
শাহরুখের অফিস থেকে বেরোতে গিয়ে যখন ক্যামেরাবন্দি হন জ্যাকি, সেই সময় তিনি বলেন, ‘ভুলবশত’ সেখানে হাজির হয়েছেন তিনি। সেই সঙ্গে জোরে হেসে ওঠেন তিনি। মানে, শাহরুখের অফিসে তিনি কেন হাজির হয়েছিলেন, সে বিষয়ে খোলসা না করলেও, জ্যাকি যে কিং খানের সঙ্গে পরবর্তী ছবির জন্যই হাজির হয়েছিলেন, তা স্পষ্ট।
যদিও কিং খানের তরফেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু শাহরুখের ‘ডন থ্রি’-তেই এবার জ্যাকলিনকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
উল্লেখ, বর্তমানে সালমান খানের ‘রেস থ্রি’-র শুটিংয়ে ব্যস্ত জ্যাকলিন ফার্নান্ডেজ। পাশাপাশি সালমানের সঙ্গে ‘দাবাং টুরে’-ও দেখা যাচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
এস/