বসবাসের বৈধ অনুমোদন বা আকামা না থাকা এবং সৌদি আরবের শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত তিন দিনে ২৪ হাজার প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা কর্মীরা।
তবে আরব নিউজের খবরে বলা হয়েছে, আকামার মেয়াদ শেষ এমন কিছু অভিবাসীকে নতুন করে ৬০ দিনের সময় দিয়েছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।
সৌদি গেজেটের এক খবরে বলা হয়েছে, এদের বেশিরভাগকেই মক্কা নগরী থেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ হাজার ৭০২ জন দেশটির বসবাসের আইন লঙ্ঘন করেছেন। তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
সৌদি গেজেটের খবর অনুসারে আটক ব্যক্তিদের ৪২ শতাংশকেই মক্কা নগরী থেকে আটক করা হয়। বাকিদের মধ্যে রিয়াদ থেকে আটক করা হয়েছে ১৯ শতাংশ, আসির প্রদেশ থেকে ১১ শতাংশ, জাযান থেকে ৬ শতাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে ৫ শতাংশ।
এদিকে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন এমন বিদেশিদের পরিবহন সুবিধা দেওয়া বা অন্য কোনও সুযোগ দেওয়ার অভিযোগে ২৫ সৌদি নাগরিককেও আটক করা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭