আকাশী-সাদা জার্সিকে বিদায়ের ইঙ্গিত মেসির

রাশিয়া বিশ্বকাপে সেই খরা ঘুচানোর স্বপ্ন দেখছেন এই ম্যাজিসিয়ান। তবে তাতে খারাপ করলে আকাশী-সাদা জার্সিতে তাকে আর নাও দেখা যেতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন মেসি নিজেই।

বার্সেলোনার হয়ে সবকিছু জিতেছেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার হয়ে এখনো কিছু জিততে পারেননি তিনি।

এখন পর্যন্ত আর্জেন্টিনাকে তিনবার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন মেসি। তবে প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে তাকে। সবশেষ কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হারের পর কোটি ভক্তের হৃদয় ভেঙে অবসরের ঘোষণা দেন তিনি। পরে সবার আকুতি-মিনতিতে অবসর ভেঙে ফেরেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে মেসি বলেন, বিশ্বকাপে জাতীয় দলের পারফরম্যান্সের ওপরই আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নির্ভর করছে। আমরা কেমন খেলছি, কতদূর যাচ্ছি, কোথায় গিয়ে শেষ করছি-এসবের ওপরই ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, এবার বিশ্বকাপে খারাপ করলে সত্যি সত্যি আর্জেন্টিনাকে বিদায় বলে দিতে পারেন মেসি।

রাশিয়া বিশ্বকাপে ডি গ্রুপে আছে আর্জেন্টিনা। আগামী শনিবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে স্বপ্নাভিযান শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ গ্রুপে আলবিসেলেস্তেদের অপর দুই সঙ্গী ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

আজকের বাজার/আরআইএস