করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য আকিজের হাসপাতাল নির্মাণ কাজ ফের শুরু হয়েছে।
সাময়িক বাধার পর রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ৩০১ শয্যাবিশিষ্ট হাসপাতালটির নির্মাণ কাজ ফের শুরু করছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ।
রোববার (২৯ মার্চ) আকিজ গ্রুপের এক কর্মকর্তা গণসাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার (২৮ মার্চ) দুপুরে স্থানীয়দের বাধায় হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় বলে জানা যায়।
এরপর আলোচনার ভিত্তিতে এ সমস্যার সমাধান করা হয়েছে বলে জানা গেছে। এখন পুনরায় হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়েছে।
আজকের বাজার / এ.এ