জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন পালু (৫৬) ভারতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির বিষয়টি নিশ্চিত করেন। মরহুম আনোয়ার হোসেন দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে রুকিন্দীপুর ইউনিয়নসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আনোয়ার হোসেনের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এক শোকবার্তায়, আনোয়ার হোসেন পালুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান