আক্কেলপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বুধবার সকাল ৯টায় আক্কেলপুর থানা চত্বরে মাদক,জঙ্গিবাদ,ইভটিজিং,নারী ও শিশু নির্যাতন ,মানবপাচার ও বাল্যবিয়ে বিরোধী এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল আলম, আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী প্রমূখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ উল্লেখ করে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং,নারী ও শিশু নির্যাতন,মানবপাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান