ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সওদাগর পাড়া এলাকা থেকে অজ্ঞাত (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ আগস্ট) ৮টার দিকে ওই এলাকার সাইন্ধারা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরনে ছিলো কালো প্যান্ট ও সাদা গেঞ্জি।
জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে সাইন্ধারা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আখাউড়া থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন জানান, নিহতের ডান হাত ভাঙা এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/একেএ